শাহরিয়ার হাসানচারপাশে র্যাব সদস্য। সামনে গণ্যমাধ্যমের ডজন খানেক ক্যামেরার লেন্স। জঙ্গিবাদে জড়াতে কেন ঘর ছেড়েছিলেন এমন সব তীর্যক প্রশ্ন। ভয়ার্ত কণ্ঠে জবাব দিচ্ছেন ভুল বুঝতে পেরে ফিরে আসা শারতাজ ইসলাম নিলয়। নিলয়ের পাশে তার সদ্য বিবাহিত স্ত্রী। মুষ্ঠিবদ্ধ করে ধরে রেখেছেন স্বামীর হাত।…
কথিত হিজরতের পর বাসায় ফিরে এসেছিলেন কুমিল্লা ও ঢাকা থেকে নিখোঁজ হওয়া সাত তরুণের একজন সারতাজ ইসলাম নিলয়। বাসায় ফেরার পর পরিবারের সদস্যরাই বিষয়টি জানিয়েছিলেন আইনশৃঙ্খলা বাহিনীকে। এর দুই ঘণ্টার মধ্যে ১৫-১৬ জন ব্যক্তি সাদা পোশাকে নিজেদের র্যাব সদস্য পরিচয় দিয়ে তাকে বাসা থেকে নিয়ে যান।…